January 29, 2026

শিরোনাম
  • Home
  • রাজধানী
  • ২ বছরের পুর্বে বাড়ি ভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসি

২ বছরের পুর্বে বাড়ি ভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসি

Image

অনলাইন ডেস্কঃ

ঢাকা শহরে প্রতি বছরের শুরুতেই বাড়ি ভাড়া বাড়ানোর প্রবণতা থাকলেও এবার সে পথে হাঁটতে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, দুই বছরের আগে কোনো অবস্থাতেই বাড়ি ভাড়া বাড়ানো যাবে না। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) গুলশান-২ নগর ভবনে ‘ঢাকার বাড়িভাড়া সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ’ বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি বলেন, জানুয়ারি মাস এলেই ভাড়া বাড়ানোর যে প্রচলন রয়েছে, তা বন্ধ করতে হবে। বাড়ি ভাড়া বাড়ানোর সময় হবে অর্থবছরের সঙ্গে সামঞ্জস্য রেখে জুন-জুলাই মাসে। তিনি আরও জানান, বাড়ি ভাড়ার ওপর ভিত্তি করেই সিটি করপোরেশনকে কর দিতে হয়। তাই যে হারে কর পরিশোধ করা হয়, সেই হার বিবেচনায় নিয়েই ভাড়া নির্ধারণ ও বৃদ্ধি করতে হবে।

সংবাদ সম্মেলনে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ অনুযায়ী ভাড়াটিয়াদের অধিকার নিশ্চিতে ডিএনসিসি প্রণীত ১৬ দফা নির্দেশিকা তুলে ধরা হয়।

Scroll to Top