নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের আয়োজনে সোমবার (১৯ জানুয়ারি, ২০২৬) আশুলিয়ার নন্দন পার্কে আনন্দঘন পরিবেশে বার্ষিক বনভোজন ও “বার্ষিক ফ্যামিলি ডে” অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি ফজলুল হক। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা, ডিবিসি চ্যানেলের পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী এবং তার সহধর্মিণী, স্টাইলিশ গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদা চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মুজিবুর রহমান ও তাঁর সহধর্মিণী এবং গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব এম. মঞ্জুরুক করিম রনি ও তাঁর সহধর্মিণী।

এছাড়াও গাজীপুর জেলার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকগণ ও তাঁদের পরিবারের সদস্যরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সারাদিনব্যাপী আয়োজনে ছিল খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র এবং পারস্পরিক সৌহার্দ্য ও আনন্দঘন আড্ডা।











