অনলাইন ডেস্কঃ
গুলশানস্থ বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে আজ শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ নেপাল–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। আলোচনায় বিশেষভাবে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, শিক্ষা এবং মানুষে-মানুষে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা ও করণীয় বিষয়গুলো গুরুত্ব পায়।

রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বাংলাদেশ ও নেপালের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে রাজনৈতিক সংলাপ ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।











