January 29, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • গণতন্ত্র ও টেকসই উন্নয়নের মূল্যবোধে ঢাকায় নর্ডিক ডে উদযাপন

গণতন্ত্র ও টেকসই উন্নয়নের মূল্যবোধে ঢাকায় নর্ডিক ডে উদযাপন

Image

ডিপ্লোমেটিক ডেস্কঃ

ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেন—ঢাকায় অবস্থিত পাঁচটি নর্ডিক দেশের দূতাবাস যৌথভাবে ‘নর্ডিক ডে ২০২৬’ উদযাপন করেছে। এ বছরের প্রতিপাদ্য ছিল—“Inclusive Societies, Stronger Together” (অন্তর্ভুক্তিমূলক সমাজ, একসাথে আরও শক্তিশালী)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

নর্ডিক ডে ১৯৬২ সালে স্বাক্ষরিত হেলসিঙ্কি চুক্তির স্মরণে পালিত হয়, যা আনুষ্ঠানিক নর্ডিক সহযোগিতার ভিত্তি স্থাপন করে। দিবসটি বিশ্বজুড়ে নর্ডিক সম্পৃক্ততাকে পথনির্দেশকারী মূল্যবোধ—গণতন্ত্র, টেকসই উন্নয়ন, জেন্ডার সমতা, সংখ্যালঘু অধিকার, অন্তর্ভুক্তিমূলক সমাজ, বহুপাক্ষিক সহযোগিতা ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা—উদযাপন করে।

অনুষ্ঠানে নর্ডিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতার শক্তি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও অভিন্ন বৈশ্বিক লক্ষ্য অর্জনে বাংলাদেশ-নর্ডিক চলমান অংশীদারিত্বের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

উদযাপনে ঐতিহ্যবাহী নর্ডিক খাবার ও সঙ্গীত পরিবেশিত হয় এবং অতিথিদের মধ্যে সংলাপ, সাংস্কৃতিক বিনিময় ও যোগাযোগের জন্য এক উন্মুক্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করা হয়।

অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনে সহযোগিতা প্রদান করে ড্যানিশ প্রতিষ্ঠানসমূহ—Arla, ACI Co-Ro, Bestseller, Copenhagen Infrastructure Partners, Copenhagen Offshore Partners, DSV Air and Sea, KAFCO, Maersk এবং Novo Nordisk।

Scroll to Top