January 29, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • উত্তরা ১১ নম্বর সেক্টরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

উত্তরা ১১ নম্বর সেক্টরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

Image

অনলাইন ডেস্কঃ

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনে সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং সেখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন।

পরিদর্শনকালে আমীরে জামায়াত অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক। ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়াতে ভবন নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাকে আরও কার্যকর, শক্তিশালী ও জবাবদিহিমূলক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো শুধু সরকারের দায়িত্ব নয়, সমাজের সর্বস্তরের মানুষকেও মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসতে হবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা অধ্যক্ষ আশরাফুল হক, ঢাকা-১৮ সংসদীয় আসনের ১০ দলীয় জোট প্রার্থী ও এনসিপি নেতা জনাব আরিফুল ইসলাম আদিবসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে আমীরে জামায়াত ঘটনাস্থল ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।

Scroll to Top