January 29, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ঢাকায় অষ্টম নেপাল–বাংলাদেশ কমার্স সেক্রেটারি পর্যায়ের বৈঠক শুরু

ঢাকায় অষ্টম নেপাল–বাংলাদেশ কমার্স সেক্রেটারি পর্যায়ের বৈঠক শুরু

Image

নিজস্ব প্রতিবেদকঃ

নেপাল–বাংলাদেশ কমার্স সেক্রেটারি পর্যায়ের অষ্টম বৈঠক (Commerce Secretary Level Meeting–CSLM) আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) ঢাকায় শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই বৈঠক চলবে ১৩–১৪ জানুয়ারি ২০২৬।

নেপালি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির বাণিজ্য সচিব ড. রাম প্রসাদ ঘিমিরে এবং বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য সচিব জনাব মাহবুবুর রহমান।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, ট্রানজিট, কানেক্টিভিটি ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে শুল্ক, প্যারা-শুল্ক ও অশুল্ক বাধা হ্রাসের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং প্রেফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) সংক্রান্ত চলমান আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।

এছাড়া বাণিজ্য ও ট্রানজিট সুবিধা বৃদ্ধি, সড়ক ও রেল যোগাযোগ উন্নয়ন, আকাশপথে সংযোগ সম্প্রসারণ এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ প্রক্রিয়া নির্বিঘ্ন ও টেকসই করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলোও বৈঠকে আলোচিত হবে।

Scroll to Top