January 29, 2026

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • রাঙামাটিতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে রাঙামাটি চেম্বার অফ কমার্স

রাঙামাটিতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে রাঙামাটি চেম্বার অফ কমার্স

Image

রাঙামাটি প্রতিনিধিঃ

রাঙামাটির শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে রাঙামাটি চেম্বার অফ কমার্স। রাঙ্গামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ৮ শতাধিক শীতার্তদের মাঝে উক্ত কম্বল বিতরণ করে। 

শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় রাঙ্গামাটি চেম্বার অব কমার্স ভবনে রাঙ্গামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মামুনুর রশীদ মামুন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত কম্বল বিতরণ করেন।

এসময় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী বাবর, সহ-সভাপতি নেছার আহমেদ, পরিচালক মোঃ নিজাম উদ্দিন, সফিকুল ইসলাম চৌধুরী, আবুল মনসুর ওবাইদুল্লাহ, জহির উদ্দিন চৌধুরী ও চেম্বারের সচিব শাব্বির আহম্মদ উপস্থিত ছিলেন।

এসময় রাঙ্গামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন – প্রতি বছর শীতকে ঘিরে আমরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করি যাতে করে দুঃস্থ ও গরীব এসব অসহায় পরিবার শীত থেকে নিজেকে কিছুটা হলেও রক্ষা করতে পারেন। 

তিনি সকল ব্যবসায়ী ও বিত্তবানদের দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। তিনি আরো বলেন- চেম্বার অব কমাসর্ দুঃস্থ ও অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Scroll to Top