January 29, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • পুলিশ সদস্যদের কল্যাণে আশানুরূপ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন জিএমপি কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার

পুলিশ সদস্যদের কল্যাণে আশানুরূপ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন জিএমপি কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার

Image

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১১টা থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।

কল্যাণ সভায় জিএমপির সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে তাদের বিভিন্ন দাবি, সমস্যা ও মতামত উপস্থাপন করেন। পুলিশ কমিশনার মহোদয় মনোযোগ সহকারে সকল সদস্যের বক্তব্য শোনেন এবং পুলিশ সদস্যদের কল্যাণে আশানুরূপ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এ সময় পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার গত মাসের পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন, যা উপস্থিত সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ জিএমপির সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

Scroll to Top