গাজীপুর প্রতিনিধি:
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আসন্ন উত্তরবঙ্গ সফর উপলক্ষে গাজীপুরের কোনাবাড়ি থানা, কাশিমপুর থানা ও বাসন থানা বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজা ছাইয়েদুল আলম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম এবং গাজীপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মেয়র মজিবুর রহমান।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর ও থানা পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।











