জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল বড় ধরনের সাফল্য অর্জন করেছে। ভাইস প্রেসিডেন্ট (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)—কেন্দ্রীয় সংসদের এ তিন শীর্ষ পদেই শিবির সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মাধ্যমে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা শীর্ষ তিন পদে পরাজিত হন।
৩৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে বুধবার রাত পৌনে ১২টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
ঘোষিত ফল অনুযায়ী, ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম জয়ী হন। তিনি ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিবকে ৮৭০ ভোটের ব্যবধানে পরাজিত করেন। রিয়াজুল ইসলাম মোট পেয়েছেন ৫ হাজার ৫৫৮ ভোট, আর এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ জয়ী হন। তিনি মোট ৫ হাজার ৪৬৮ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ১৩৩ ভোট।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুল রহমান তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৩ ভোট।











