January 29, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • ঢাকা-১১ আসনে ডা. এম. এ. কাইয়ুমের পক্ষে তরুণদের সঙ্গে ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা করলেন নাভিদ তানভিন অনন্ত

ঢাকা-১১ আসনে ডা. এম. এ. কাইয়ুমের পক্ষে তরুণদের সঙ্গে ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা করলেন নাভিদ তানভিন অনন্ত

Image

শুক্রবার (২৬ ডিসেম্বর, ২০২৫) ঢাকা-১১ আসনের বর্তমান ও সাবেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি আয়োজন করা হয় ডা. এম. এ. কাইয়ুমের পক্ষ থেকে, যেখানে তরুণ প্রজন্মের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ এবং সেগুলো সম্মিলিতভাবে কীভাবে সমাধান করা যায়—সে বিষয়ে গভীর ও ফলপ্রসূ আলোচনা হয়।

মতবিনিময় সভায় ডা. এম. এ. কাইয়ুমের পুত্র নাভিদ তানভিন অনন্ত উপস্থিত থেকে তরুণদের সঙ্গে সরাসরি আলোচনা করেন। তিনি তাঁর বাবার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক উদ্যোগের কথা তুলে ধরেন, যেগুলো ইতোমধ্যেই তরুণদের কিছু সমস্যার সমাধানে ভূমিকা রেখেছে। পাশাপাশি তিনি ঢাকা-১১ আসনের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন।

সভায় জানানো হয়, ডা. এম. এ. কাইয়ুম আজ ও আগামীর তরুণ সমাজের ওপর দৃঢ় বিশ্বাস রাখেন এবং তরুণদের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে তাদের নিজ নিজ সমস্যা ও ভাবনা তুলে ধরার সুযোগ করে দেওয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন।

আলোচনায় অংশ নেওয়া শিক্ষার্থীরা কর্মসংস্থান, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। সভা শেষে নাভিদ তানভিন অনন্ত বলেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও সবার সহযোগিতার মাধ্যমে ডা. এম. এ. কাইয়ুম ঢাকা-১১ আসনের ভবিষ্যৎকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে সক্ষম হবেন বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

Scroll to Top