January 29, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা ও রাষ্ট্রীয় সংস্কার নিয়ে ঢাকায় সেমিনার আয়োজন করলো এলায়েন্স ফর ট্রান্সফরমনেশন

আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা ও রাষ্ট্রীয় সংস্কার নিয়ে ঢাকায় সেমিনার আয়োজন করলো এলায়েন্স ফর ট্রান্সফরমনেশন

Image

রাজধানী ঢাকার গুলশানে একটি হোটেলে এলায়েন্স ফর ট্রান্সফরমনেশন-এর আয়োজনে “আগামীর বাংলাদেশ: তরুণ প্রজন্মের ভূমিকা, সংস্কার ও গণতন্ত্রের ভবিষ্যৎ” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপট, তরুণ প্রজন্মের প্রত্যাশা, গণতন্ত্র পুনরুদ্ধার, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার এবং আগামীর বাংলাদেশের সম্ভাব্য রূপরেখা নিয়ে গভীর ও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ড. হুমায়ুন কবির। তিনি বলেন, একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রাষ্ট্রীয় সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণদের সক্রিয় অংশগ্রহণ সময়ের দাবি বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। বক্তারা দেশের গণতান্ত্রিক উত্তরণ, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন এবং তরুণ নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন এলায়েন্স ফর ট্রান্সফরমনেশন-এর প্রেসিডেন্ট শাহ নাজিম উদ্দিন (মুনান), সেক্রেটারি জেনারেল মোঃ এনামুল কবির শিশির, সিনিয়র সাংবাদিক ও পরিচালক (মিডিয়া ও অপারেশন) সাখাওয়াত কাওসার, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক আসাদ মুরাদ তালুকদার, পরিবেশ বিষয়ক পরিচালক লুৎফুর রহমান বাদল, পরিচালক (কমিউনিকেশন) জাহিদুর রহমান উদয়, সিনিয়র সাংবাদিক শফিক শাফি, রাকিবুল তালুকদার বিন্দু প্রমুখ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং গণমাধ্যমকর্মীরা সেমিনারে অংশ নেন। বক্তারা আগামীর বাংলাদেশ গঠনে নীতি-নৈতিকতা, সুশাসন ও তরুণদের শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানান।

Scroll to Top