রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাবুবাজার সংলগ্ন হাজী টাওয়ার নামের ১৪ তলা ভবনের ছয়তলায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর, ২০২৫) ভোরে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোর ৬টা ৪০ মিনিটে আগুনের খবর পাওয়ার পর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই দমকল বাহিনীর প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুন নেভাতে মোট ৯টি ইউনিট একযোগে কাজ করে।











