January 29, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • আগামী বছরেই ঢাকা-হ্যানয় ফ্লাইট চালুর প্রত্যাশা করছে ভিয়েতনাম

আগামী বছরেই ঢাকা-হ্যানয় ফ্লাইট চালুর প্রত্যাশা করছে ভিয়েতনাম

Image

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী বছর থেকে ঢাকা ও হ্যানয়ের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নুগুয়েন মান কুয়ং।

সোমবার (২২ ডিসেম্বর, ২০২৫) সন্ধ্যায় ঢাকাস্থ ভিয়েতনাম দূতাবাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদের কথা জানান। এ সময় অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশের গণমাধ্যম ব্যক্তিত্ব—‘দৈনিক ঢাকা ডায়লগ’-এর নির্বাহী সম্পাদক মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।

রাষ্ট্রদূত বলেন, ভিয়েতনাম এয়ারলাইন্স আগামী মাস থেকেই ঢাকা রুটে সরাসরি ফ্লাইট শুরু করতে পারবে বলে তিনি আশা করছেন। তাঁর মতে, এ উদ্যোগ দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

তিনি জানান, বাংলাদেশ ও ভিয়েতনাম বর্তমানে নবায়নকৃত এয়ার সার্ভিসেস এগ্রিমেন্ট (এএসএ) চূড়ান্ত করার শেষ ধাপে রয়েছে, যা ভবিষ্যতে বিমান চলাচল সম্প্রসারণের জন্য আইনি কাঠামো তৈরি করবে।

“আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি। আশা করছি, চলতি মাসের মধ্যেই এই চুক্তি স্বাক্ষর করা সম্ভব হবে,” বলেন তিনি।

রাষ্ট্রদূত নুগুয়েন মান কুয়ং আরও বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে দ্বিপক্ষীয় বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগে নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের যাতায়াতও সহজ হবে।

তার মতে, উন্নত আকাশ যোগাযোগ বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে সহযোগিতা আরও ঘনিষ্ঠ করবে এবং ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন গতি দেবে।

Scroll to Top