Zen-Z বা প্রজন্ম ‘জেড’-এর তরুণ সমাজকে মেধার ভিত্তিতে গড়ে তুলে একটি আধুনিক, বুদ্ধিবৃত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের অঙ্গীকার করেছেন ঢাকা-১১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম।

আজ সোমবার (২২ ডিসেম্বর, ২০২৫) ঢাকায় অনুষ্ঠিত “Meet The Gen-Z” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. এম এ কাইয়ুম বলেন, “স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক—এই স্লোগানের মধ্য দিয়েই আমাদের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস গড়ে উঠেছে। ড. মিলন হত্যাকাণ্ডের পর ছাত্র-জনতার অভূতপূর্ব আন্দোলনের ফলেই স্বৈরাচার এরশাদ পদত্যাগে বাধ্য হন এবং বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। সেদিন আমরা ভোটের অধিকার আদায় করেছি।”
তিনি আরও বলেন, “পরবর্তী সময়ে প্রায় ১৪শ’ মানুষ জীবন দিয়েছে একটি দাবির জন্য—আমরা একটি বৈষম্যহীন সমাজ চাই। এমন একটি সমাজ, যেখানে ধর্ম, বর্ণ, ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত কিংবা নারী-পুরুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। যেখানে আইনের শাসন থাকবে, ভোটের অধিকার নিশ্চিত হবে এবং মেধার প্রকৃত মূল্যায়ন হবে।”
আগামীর রাষ্ট্রচিন্তা তুলে ধরে ড. কাইয়ুম বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের সুস্পষ্ট রূপরেখা রয়েছে। তিনি অতীতের বিএনপি সরকারের শিক্ষা-বান্ধব উদ্যোগের কথা স্মরণ করে বলেন, মেয়েদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি এবং মাদ্রাসা শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার ব্যবস্থা দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ঢাকা-১১ আসন নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “আমি এই আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদামুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি শুরু করেছি। প্রতিটি এলাকায় সোসাইটি গড়ে তোলা হচ্ছে, সিসিটিভি স্থাপন, গেট ও দারোয়ানের ব্যবস্থা করা হচ্ছে—যাতে এলাকাভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করা যায়।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, Gen-Z তরুণদের নেতৃত্ব, মেধা ও সচেতন অংশগ্রহণের মধ্য দিয়েই আগামী দিনে একটি উন্নত, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।











