রবিবার (২১ ডিসেম্বর, ২০২৫) ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জিএমপি সদর দপ্তরের সভাকক্ষে ২৫ ডিসেম্বর পবিত্র বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে গাজীপুর মহানগরের খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ ইসরাইল হাওলাদার, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ । পুলিশ কমিশনার মহোদয় সভায় উপস্থিত সকলের মতামত ও পরামর্শ গ্রহণ করেন এবং পবিত্র বড়দিন উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পবিত্র বড়দিন উদযাপনে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে সকলকেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান সহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সহ গাজীপুর মহানগরে অবস্থিত সকল চার্চের নেতৃবৃন্দ ।











