আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার (২১ ডিসেম্বর, ২০২৫) ঢাকা–১১ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ড. এম এ কাইয়ুম। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি।
ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় তার সঙ্গে বিএনপির রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিল আংশিক এলাকার বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।











