গাজীপুর-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেয়র মজিবুর রহমান আজ রোববার (২১ ডিসেম্বর ২০২৫) গাজীপুর বারের বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় মেয়র মজিবুর রহমান বলেন, “আমি আপনাদেরই একজন। বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এই কোর্টের বারান্দায় আপনাদের সঙ্গে বারবার দেখা হয়েছে। বিএনপির অসংখ্য নেতাকর্মী গ্রেফতার হলে আপনাদের কাছেই ছুটে এসেছি। সে সময় আপনাদের অনেক ত্যক্ত-বিরক্ত করেছি।”

তিনি আরও বলেন, “আজ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমার ওপর আস্থা রেখে গাজীপুর-১ আসনটি বিজয়ী করার লক্ষ্যে আমাকে মনোনয়ন দিয়েছেন। গত ৩৫ বছর ধরে এই আসনটি আমাদের হাতছাড়া ছিল। তাই আজ আমি আপনাদের কাছে এসেছি—আপনাদের অভিজ্ঞতা, বুদ্ধি ও পরামর্শ আমার সঙ্গে যুক্ত করে আমাকে আরও সমৃদ্ধ করার জন্য।”

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিজয় আনতে হলে আমাদের কাছে প্রত্যেকটি ভোটারই সমানভাবে গুরুত্বপূর্ণ। গাজীপুর-১ থেকে ধানের শীষ আমাকে তুলে দিয়েছে—আমি আপনাদেরই প্রার্থী। আপনারা আমাকে সহযোগিতা করুন।”











