January 29, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বীর মুক্তিযোদ্ধা পুলিশদের অবদান চিরস্মরণীয়: কেএমপি কমিশনার

বীর মুক্তিযোদ্ধা পুলিশদের অবদান চিরস্মরণীয়: কেএমপি কমিশনার

Image

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) তারিখ সকালে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য (অবঃ) ও শহিদ পরিবারের সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতি কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যবৃন্দ (অবঃ) এবং শহিদ পরিবারের সদস্যগণকে ফুল দিয়ে বরণ করেন।

অনুষ্ঠানের সভাপতি পুলিশ কমিশনার তাঁর বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদ এবং সম্ভ্রম হারানো মা-বোনের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বাংলাদেশ পুলিশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জল সময় ১৯৭১ সাল। মহান মুক্তিযুদ্ধে যে সকল পুলিশ সদস্য জীবন উৎসর্গ করে অনন্য অবদান রেখেছেন তাঁদের অবদানকে বিনম্র চিত্তে স্মরণ করেন। জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান বাংলাদেশ পুলিশের জন্য অত্যন্ত গৌরবের। তিনি বীর মুক্তিযোদ্ধা যাঁরা এখনও বেঁচে আছেন তাদের শারীরিক ও মানসিক সুস্থ্যতা এবং মহান আল্লাহর নিকট দীর্ঘায়ু কামনা করেন। অতঃপর তিনি যে কোনো প্রয়োজনে খুলনা মেট্রোপলিটন পুলিশ তাদের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন। একই সাথে অনুষ্ঠানে উপস্থিত অবসরপ্রাপ্ত পুলিশের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ সদস্যদের নিকট থেকে তাদের অভিজ্ঞতা এবং পরামর্শ কামনা করেন। তিনি বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য (অবঃ) ও শহিদ পরিবারের সদস্যগণের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) জনাব মেরিনা আক্তার-সহ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যবৃন্দ (অবঃ) এবং শহিদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Scroll to Top