January 30, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • নতুন প্রজন্মের মাঝেই আগামীর বাংলাদেশ: ড. এম এ কাইয়ুম

নতুন প্রজন্মের মাঝেই আগামীর বাংলাদেশ: ড. এম এ কাইয়ুম

Image

মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর, ২০২৫) বাড্ডা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. এম এ কাইয়ুম বলেন, “মহান জাতীয় দিবস উপলক্ষে শিশু-কিশোররা জাতীয় পতাকা, জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারের ছবি অঙ্কন করছে। এ ধরনের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে তাদের মধ্যে দেশপ্রেম আরও বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে দেশ গঠনে অংশগ্রহণে অনুপ্রেরণা জোগাবে।” তিনি এ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবক দল তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, মহান বিজয় দিবসের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Scroll to Top