তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সোমবার বিকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) পরিদর্শন করেন। এ সময় তিনি পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে পিআইবির কর্মকর্তারা গত এক বছরে প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ, গবেষণা, প্রকাশনা ও অন্যান্য কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। তারা সাংবাদিকতার মানোন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণাভিত্তিক উদ্যোগে পিআইবির ভূমিকার বিষয়েও উপদেষ্টাকে অবহিত করেন।
এ সময় পিআইবির মহাপরিচালক মাননীয় উপদেষ্টার হাতে প্রতিষ্ঠানটির সাম্প্রতিক প্রকাশনার একটি সেট উপহার দেন। পরে উপদেষ্টা মহোদয় পিআইবির গবেষণা ও তথ্য সংরক্ষণ বিভাগের আওতায় পরিচালিত ফ্যাক্টচেক ও মিডিয়া অ্যানালাইসিস কার্যক্রমের দপ্তর পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি পিআইবির সত্যতা যাচাই কার্যক্রমের মুখপাত্র ‘বাংলাফ্যাক্ট’ (www.banglafact.com)-এর কার্যপদ্ধতি, কাঠামো ও কাজের ধরন সম্পর্কে অবহিত হন এবং এ ধরনের উদ্যোগকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।











