বাংলাদেশের শিল্পখাতে বিদেশি বিনিয়োগের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করলো PRAN-RFL গ্রুপ। জার্মানির উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিইজি (DEG – Deutsche Investitions- und Entwicklungsgesellschaft mbH) থেকে ৩০৫ কোটি টাকা (২৫ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ পেয়েছে গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান বাঙ্গা বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড।
এই অর্থায়নের মাধ্যমে মোট ২৯ মিলিয়ন ডলারের একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে, যার আওতায় আধুনিক মূলধনী যন্ত্রপাতি ও প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করা হবে। ইউরোপীয় ইউনিয়নের ইএফএসডি+ (European Fund for Sustainable Development Plus) কর্মসূচির আংশিক সহায়তায় এই অর্থায়ন বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পটি বাস্তবায়নের ফলে দেশে নির্মাণসামগ্রীর স্থানীয় উৎপাদন বৃদ্ধি, আমদানিনির্ভরতা হ্রাস এবং বিশেষ করে গ্রামীণ এলাকায় উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তিটি রাজধানীর বাড্ডায় PRAN-RFL গ্রুপের করপোরেট কার্যালয়ে স্বাক্ষরিত হয়। এ সময় PRAN-RFL গ্রুপের করপোরেট ফাইন্যান্স পরিচালক উজমা চৌধুরী এবং DEG-এর এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট পারভেজ আখতার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।











