January 29, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • আন্তর্জাতিক মানবাধিকার দিবসে কল্পনা আক্তার ও রানি ইয়ান ইয়ানকে সম্মাননা প্রদান করলো কানাডা হাই কমিশন

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে কল্পনা আক্তার ও রানি ইয়ান ইয়ানকে সম্মাননা প্রদান করলো কানাডা হাই কমিশন

Image

ঢাকায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার রক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে কানাডা হাই কমিশন দুই বিশিষ্ট মানবাধিকারকর্মী কল্পনা আক্তার ও রানি ইয়ান ইয়ানকে হাই কমিশন অব কানাডা হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড প্রদান করেছে। ঢাকাস্থ কানাডা হাই কমিশনের অফিসিয়াল রেসিডেন্সে আয়োজিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, জাতিসংঘের অংশীদার, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

শ্রমিক অধিকারকর্মী হিসেবে কল্পনা আক্তার দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকার রক্ষা ও মানবাধিকার অগ্রগতিতে নিরলসভাবে কাজ করে আসছেন। অন্যদিকে, পার্বত্য চট্টগ্রামের চাকমা সার্কেলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত রানি ইয়ান ইয়ান আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় একজন প্রতিশ্রুতিবদ্ধ কণ্ঠস্বর। তাদের দু’জনের জীবনগাথা শক্তি, দৃঢ়তা ও আরও ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আজীবন অঙ্গীকারের প্রতিফলন।

কানাডা হাই কমিশন এই দুই মানবাধিকার রক্ষকের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্বীকৃতি জানিয়ে জানায়, বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে তাদের কাজ অনুপ্রেরণাদায়ী। সম্মাননা প্রাপ্তির জন্য কল্পনা আক্তার ও রানি ইয়ান ইয়ানকে অভিনন্দন জানিয়ে হাই কমিশন তাদের মানবাধিকার রক্ষায় অব্যাহত অবদানের প্রশংসা করে।

Scroll to Top