January 30, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • আমচ্যাম আয়োজিত “Powering Bangladesh Toward Energy Security” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আমচ্যাম আয়োজিত “Powering Bangladesh Toward Energy Security” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Image

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (আমচ্যাম) মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) ঢাকার শেরাটন হোটেলে “Powering Bangladesh Toward Energy Security” শীর্ষক একটি ফোকাস গ্রুপ আলোচনা আয়োজন করে। অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান ছিল শেভরন বাংলাদেশ—যা দেশের সর্ববৃহৎ গ্যাস উৎপাদক হিসেবে গত ৩০ বছরে প্রায় ৪.২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কমিউনিটি ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের মোট গ্যাস চাহিদার প্রায় ৬০ শতাংশ সরবরাহ করে।

উদ্বোধনী বক্তব্যে আমচ্যাম বাংলাদেশের প্রেসিডেন্ট মি. সায়েদ এরশাদ আহমেদ বলেন, বাংলাদেশের জন্য জ্বালানি নিরাপত্তা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন যে দেশের জ্বালানি খাত এখনও স্থায়ী জ্বালানি সংকট, পুরনো ট্রান্সমিশন ব্যবস্থা, গ্যাস অনুসন্ধানে স্থবিরতা এবং আমদানি নির্ভরতার মতো চ্যালেঞ্জের মুখোমুখি—যা নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ এবং শিল্পোন্নয়নে বাধা সৃষ্টি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় তিনি নিয়ন্ত্রক সংস্থার সুশাসন জোরদার করা, নতুন গ্যাস অনুসন্ধান ত্বরান্বিত করা, অবকাঠামো আধুনিকায়ন, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং বিনিয়োগবান্ধব নীতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সেশনটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মি. পল ফ্রস্ট, যা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমচ্যামের ভাইস প্রেসিডেন্ট ও শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট মি. এরিক এম. ওয়াকার, আইইউবির ভাইস চ্যান্সেলর ও খ্যাতিমান জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক বিশেষজ্ঞ প্রফেসর এম. তামীম, শেভরন বাংলাদেশের কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর মি. মুহাম্মদ ইমরুল কবির, বিদ্যুৎ ও জ্বালানি খাতের আমচ্যাম সদস্যরা এবং বিভিন্ন শীর্ষস্থানীয় কোম্পানির উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

Scroll to Top