January 29, 2026

শিরোনাম
  • Home
  • রাজধানী
  • ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

Image

মঙ্গলবার (৯ ডিসেম্বর, ২০২৫) বেলা ১১টার দিকে ঢাকার সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মারামারি বন্ধ ও ‘ভ্রাতৃত্ববোধ’ গড়ে তোলার লক্ষ্যে একমাস আগেই ‘শান্তিচুক্তি’ করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তবে এর ঠিক একমাসের মাথায় আবারও সংঘর্ষে জড়িয়েছেন দুই কলেজের শিক্ষার্থীরা। গত ৯ নভেম্বর নিউমার্কেট থানা পুলিশের মধ্যস্থতায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি মৌখিক ‘শান্তিচুক্তি’ হয়। সে সময়, উভয় পক্ষ আর মারামারি ও সংঘর্ষে জড়াবে না বলে তখন প্রতিজ্ঞা করে।

তবে সেই শান্তিচুক্তি লঙ্ঘন করে গত ২ ডিসেম্বর ফের হাতাহাতিতে জড়ায় দুই কলেজের কয়েকজন শিক্ষার্থী।

জানা যায়, এদিন একই বাসে করে যাওয়ার সময় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে কথাকাটাকাটি হয়। পরে বিষয়টি বড় আকার ধারণ করলে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দিকে এগিয়ে আসে। এ সময়, ঢাকা কলেজের সামনের উত্তরা ব্যাংকের সামনে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়।

Scroll to Top