আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে।
রোববার (৭ ডিসেম্বর, ২০২৫) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ ঘোষণা করা হয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে নতুন জোটের ঘোষণা দেন।

সেসময় তার সঙ্গে ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা হাসনাত কাইয়ূম। নতুন এ জোটের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন নাহিদ ইসলাম।











