শনিবার (৬ ডিসেম্বর, ২০২৫) হোটেল ইন্টারকন্টিনেন্টালে মালয়েশিয়া ট্যুরিজম ফেয়ার উপলক্ষ্যে এক জমকালো মালয়েশিয়ান নাইট গালা ডিনার অনুষ্ঠিত হলো।

মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয় (MOTAC) এবং ন্যাশনাল ডিপার্টমেন্ট ফর কালচার অ্যান্ড আর্টস (JKKN)-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মালয়েশিয়ার সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতির মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মোহাবিষ্ট করে তোলে। এ পরিবেশনার নেতৃত্ব দেন MOTAC-এর ইন্টারন্যাশনাল রিলেশনস ডিভিশনের মিস লিডিয়া ইরফিয়ান বিনতি মোহদ ঈসা।

অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান। তিনি বলেন, “বিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে মালয়েশিয়া ও বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হচ্ছে।”

হাইকমিশনার আরও উল্লেখ করেন, দু’দেশের মধ্যে বাণিজ্য–বিনিয়োগ, পর্যটন, শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে সম্পর্ক বিগত কয়েক দশকে উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে। “নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ আমাদের এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করছে,” বলেন তিনি।








তিনি জানান, মালয়েশিয়া আগামী দিনে আরও বেশি বাংলাদেশি পর্যটককে স্বাগত জানানোর প্রত্যাশা করছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এছাড়া পর্যটন খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, কূটনৈতিক মিশনের প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা আবরার ও হাইকমিশনার ওসমান মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়, ট্যুরিজম মালয়েশিয়া, ম্যাট্রেড, মালয়েশিয়া এয়ারলাইন্স এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা–সহ সংশ্লিষ্ট সকল অংশীদারদের এই উৎসব সফলভাবে আয়োজনের জন্য ধন্যবাদ জানান।











