December 7, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় এভারকেয়ারে চীনের আরও ৪ বিশেষজ্ঞ মেডিক্যাল টিম

খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় এভারকেয়ারে চীনের আরও ৪ বিশেষজ্ঞ মেডিক্যাল টিম

Image

বিএনপির চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীন থেকে আসা চার সদস্যের আরেকটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে।

বুধবার (৩ ডিসেম্বর, ২০২৫) রাত ১০টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তারা সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। দলটির সদস্যরা হলেন— চি জিয়ানফান, ইয়ান ঝিন, ঝং ইউহি ও ম্যাং হং।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরে চীনা চিকিৎসকদের স্বাগত জানান সাবেক সচিব আব্দুল খালেক। পরে বিশেষ নিরাপত্তায় তাদের হাসপাতালে নেওয়া হয়।

এর আগে ১ ডিসেম্বর চীন থেকে পাঁচ সদস্যের আরেকটি চিকিৎসক দল ঢাকায় আসে। 

Scroll to Top