December 7, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • শূন্য সহনশীলতা নীতি কার্যকর করতে ইউনেস্কো ঢাকার কর্মশালা অনুষ্ঠিত

শূন্য সহনশীলতা নীতি কার্যকর করতে ইউনেস্কো ঢাকার কর্মশালা অনুষ্ঠিত

Image

ইউনেস্কো ঢাকা দপ্তরে সম্প্রতি একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে, যেখানে যৌন শোষণ ও নিপীড়ন থেকে সুরক্ষার (Protection from Sexual Exploitation and Abuse – PSEA) বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করা হয়েছে।

ইউনেস্কো ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি কমিউনিটির জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা অপরিহার্য। এই সেশনে কর্মীরা সুরক্ষিত রিপোর্টিং সিস্টেম, শীর্ষ মানের আচার-আচরণ এবং শূন্য সহনশীলতা নীতির (zero-tolerance policy) বিষয়ে সচেতনতা বৃদ্ধি করেছেন।

Scroll to Top