December 7, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • প্রাথমিক শিক্ষায় সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করলো থাইল্যান্ডের রাষ্ট্রদূত

প্রাথমিক শিক্ষায় সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করলো থাইল্যান্ডের রাষ্ট্রদূত

Image

বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মিসেস থিতিপর্ন চিরাসাওয়াদি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে দুই পক্ষ প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। বিশেষ করে শিক্ষক প্রশিক্ষণ বিনিময়, এবং সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল মিল প্রোগ্রামের সফলতা বিনিময়সহ উভয় দেশের মধ্যে অভিজ্ঞতা-শেয়ারিং জোরদারের বিষয়ে মতবিনিময় হয়।

এ ছাড়া শিশু ও যুব উন্নয়ন কর্মসূচির অধীনে ভবিষ্যৎ সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। প্রিন্সেস মহা চাকরি অ্যাওয়ার্ডস—যা থাইল্যান্ডের রাজকন্যা মহা চাকরি সিরিনধর্নের পৃষ্ঠপোষকতায় পরিচালিত—এই সম্মানজনক কর্মসূচির বিষয়ে বাংলাদেশ ও থাইল্যান্ড একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করে।

Scroll to Top