December 7, 2025

শিরোনাম
  • Home
  • খেলা
  • ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএল, ২৩ জানুয়ারি ফাইনাল

২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএল, ২৩ জানুয়ারি ফাইনাল

Image

সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা এলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের পূর্ণাঙ্গ সূচি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সময়সূচি প্রকাশ করেছে। আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠছে বহুল প্রতীক্ষিত বিপিএলের, আর ২৩ জানুয়ারি ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হবে এই মাসব্যাপী আসর।

সূচি অনুযায়ী, সিলেট পর্ব দিয়েই এবারের টুর্নামেন্ট শুরু হবে এবং প্রতিদিন মাঠে গড়াবে দুটি করে ম্যাচ। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১টা, দ্বিতীয়টি সন্ধ্যা ৬টায়। তবে শুক্রবার ম্যাচ শুরুর সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ২টা এবং সন্ধ্যা ৭টা।

উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। একইদিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রাম রয়্যালস।

বিপিএলের সিলেট পর্ব চলবে ২ জানুয়ারি পর্যন্ত। এরপর টুর্নামেন্টের রঙ জমবে চট্টগ্রামে— ৫ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত উত্তাপ ছড়াবে ঢাকায়, যেখানে ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকা পর্ব এবং এখানেই সম্পন্ন হবে প্লে-অফ ও ফাইনাল। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডেও রাখা হয়েছে।

Scroll to Top