December 7, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • শ্রীলংকার দুর্যোগকবলিতদের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক সহায়তা প্রেরণ

শ্রীলংকার দুর্যোগকবলিতদের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক সহায়তা প্রেরণ

Image

শ্রীলংকায় ঘূর্ণিঝড় ডিটওয়া–র প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে মারাত্মক মানবিক বিপর্যয় দেখা দেওয়ায় বাংলাদেশ সরকার দ্রুত ত্রাণ সহায়তা প্রেরণের সিদ্ধান্ত নেয়। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী এবং সশস্ত্র বাহিনী বিভাগের সমন্বয়ে বাংলাদেশ বিমান বাহিনী আজ সোমবার (০৩ ডিসেম্বর ২০২৫) সকালে জরুরি মানবিক সহায়তা নিয়ে শ্রীলংকার উদ্দেশ্যে একটি সি–১৩০জে পরিবহন বিমান প্রেরণ করে।

সকাল ০৮:৪৮ মিনিটে বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার থেকে যাত্রা করা বিমানটিতে ছিল প্রায় ১০ টন ত্রাণসামগ্রী। এর মধ্যে ছিল তাঁবু, শুকনো খাবার, মশারি, টর্চ লাইট, গামবুট, ভেস্ট, হ্যান্ড গ্লাভস, রেসকিউ হেলমেট এবং বিভিন্ন প্রকার জরুরি ওষুধ—যা শ্রীলংকার ক্ষতিগ্রস্ত জনগণের প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর মোহাম্মদ সহিদুল ইসলাম, জিইউপি, বিইউপি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি এই মানবিক মিশনের কমান্ডারের দায়িত্ব পালন করেন।

তথ্য অনুযায়ী, বিমানটি স্থানীয় সময় ১৩:২৩-এ শ্রীলংকার বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে অবতরণ করেছে। ত্রাণ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর একইদিন সি–১৩০জে বিমানটির বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে।

Scroll to Top