December 7, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বাংলাদেশের খুচরা ও কৃষি–খাদ্য খাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে ইউনিমার্টে সফর করেছে MAFF এবং ওসাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর প্রতিনিধি দল

বাংলাদেশের খুচরা ও কৃষি–খাদ্য খাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে ইউনিমার্টে সফর করেছে MAFF এবং ওসাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর প্রতিনিধি দল

Image

বাংলাদেশের খুচরা ও কৃষি–খাদ্য খাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে ইউনিমার্টে সফর করেছে জাপানের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল। জেট্রো ঢাকা (JETRO Dhaka)–এর উদ্যোগে আয়োজিত এ সফরে অংশ নেয় জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয় (MAFF) এবং ওসাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর প্রতিনিধিরা।

সফরের অংশ হিসেবে তারা ইউনিমার্টের রিটেইল কার্যক্রম পরিদর্শন করেন এবং বাংলাদেশের আধুনিক খুচরা বাজার, সরবরাহ শৃঙ্খল ও কৃষি–খাদ্য খাতে সম্ভাব্য বিনিয়োগ ও সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

প্রতিনিধিদলে ছিলেন MAFF–এর ডেপুটি ডিরেক্টর–জেনারেল মি. সাসাজি কেন, ওসাকা চেম্বারের আন্তর্জাতিক ব্যবসায় কমিটির চেয়ারম্যান মি. মোরিশিমা হিরোমিতসু এবং জেট্রো ঢাকা–এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মি. কাটাওকা কাজুআকি। ইউনিমার্ট ও ইউনাইটেড গ্রুপের পক্ষ থেকে তাদের স্বাগত জানান পরিচালক মি. শরফুদ্দিন আখতার রশীদ, প্রধান নির্বাহী কর্মকর্তা মি. গাজী মাহফুজুর রহমান এবং প্রধান পরিচালন কর্মকর্তা মি. শাহিন মাহমুদ।

উভয় পক্ষই ভবিষ্যতে খুচরা বাজার উন্নয়ন, প্রযুক্তিগত সহযোগিতা এবং কৃষি–খাদ্য খাতে যৌথ উদ্যোগ সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। ইউনিমার্ট জানায়, এই সফর বাংলাদেশ–জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা আরও শক্তিশালী করার সুযোগ তৈরি করবে।

Scroll to Top