January 30, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ঘূর্ণিঝড় ও বন্যা কবলিত শ্রীলঙ্কায় জরুরি ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ

ঘূর্ণিঝড় ও বন্যা কবলিত শ্রীলঙ্কায় জরুরি ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ

Image

ঘূর্ণিঝড় ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কার জনগণের জন্য বাংলাদেশ সরকার জরুরি মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে আগামী ৩ ডিসেম্বর বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিশেষ বিমানে ত্রাণসামগ্রী এবং উদ্ধারকারী দল দেশটিতে পাঠানো হবে।

মানবিক সহায়তা কার্যক্রমে সমন্বয় করছে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ এবং এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেড। দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব সংস্থাই সমন্বিতভাবে কাজ করছে।

সম্প্রতি ঘূর্ণিঝড় ‘দিতওয়া’র প্রভাবে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দেয়। সোমবার পর্যন্ত ৩৫৫ জনের মৃত্যু হয়েছে এবং এখনো কমপক্ষে ৩৬৬ জন নিখোঁজ রয়েছে। দেশটিতে ২০ হাজারেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২ লাখ ১০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে হয়েছে।

Scroll to Top