January 30, 2026

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা দিঘীরপাড় এলাকায় তিনটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা দিঘীরপাড় এলাকায় তিনটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

Image

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা দিঘীরপাড় এলাকায় সোমবার (১ ডিসেম্বর ২০২৫) সকাল আটটার দিকে তিনটি ঘনবসতি কলোনিতে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ৮০টি কক্ষের ভেতরে থাকা আসবাবপত্র ফ্রিজ, টিভি, ফ্যান, নগদ টাকা, স্বর্ণালংকারসহ সকল মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার পর এলাকাবাসী প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা চৌধুরী ইফতেখার রায়হান বলেন- বৈদ্যুতিক শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে হয়। এতে আনুমানিক ৪০ থেকে ৬০ লাখ টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নিকান্ড ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন সরেজমিনে পরিদর্শন করেন এবং ইউএনও মহোদয় বলেন ক্ষতিগ্রস্তদের শীতবস্ত্র ও শুকনো খাবার দেওয়া হবে এবং যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে সাথে ছিলেন কালিয়াকৈর পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল আলম তালুকদার।
এলাকাবাসীর সূত্রে জানা যায় গণবসতি থাকার কারণে বারবার আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয় সামনে মুদি দোকান পিছনে ভাড়াটিয়া থাকার জন্য বাসা বাড়ি নির্মাণ করে

আগুনে ক্ষতিগ্রস্ত আফরোজা বেগম জানান, ১৩ বছর আগে গাইবান্ধা থেকে পরিবার নিয়ে কালিয়াকৈরে এসে পূর্ব চান্দরা (পল্লী বিদ্যুৎ) ওই কলোনিতে বসবাস করে পোশাক কারখানায় চাকরি করেন প্রতিদিনের মতো সকাল সাতটায় কাজে যাওয়ার পর হঠাৎ খবর পান তাদের কলোনিতে আগুন লেগেছে। দ্রুত বাসায় ফিরে এসে দেখেন, তাদের কক্ষের সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা চৌধুরী ইফতেখার রায়হান জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Scroll to Top