December 1, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • আফ্রিকায় উপনিবেশবাদের অপরাধের উপর আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে আলজেরিয়া

আফ্রিকায় উপনিবেশবাদের অপরাধের উপর আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে আলজেরিয়া

Image

আলজেরিয়ার রাষ্ট্রপতি আব্দেলমাজিদ তেববুনের উচ্চ পৃষ্ঠপোষকতায় ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে আফ্রিকায় ঔপনিবেশিকতার অপরাধকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক সম্মেলন।

আফ্রিকান ইউনিয়ন অ্যাসেম্বলির ৯০৩ নম্বর রেজোলিউশনের আলোকে এই মহাদেশীয় আয়োজন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ২০২৫ সালের থিম—“Justice for Africans and People of African Descent through Reparations”—বাস্তবায়নের অংশ হিসেবে ঔপনিবেশিক যুগে আফ্রিকা জুড়ে সংঘটিত নৃশংসতা, শোষণ ও মানবাধিকার লঙ্ঘনকে আন্তর্জাতিকভাবে অপরাধ হিসেবে চিহ্নিত করার প্রক্রিয়া নিয়ে গভীর আলোচনা হবে।

স্বাধীনতা সংগ্রামে কঠিন মূল্য পরিশোধ করা দেশ হিসেবে আলজেরিয়া আফ্রিকান জনগণের মর্যাদা, স্মৃতি সংরক্ষণ ও ন্যায়বিচারের প্রশ্নে দীর্ঘদিন ধরে অটল অবস্থান ধরে রেখেছে এবং সেই ঐতিহাসিক দায়িত্ববোধ থেকেই এই বৃহৎ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

দুই দিনের এই সম্মেলনে আফ্রিকার বিভিন্ন দেশের মন্ত্রী, নীতি-নির্ধারক, ইতিহাসবিদ, আইনি বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। আলোচনায় গুরুত্ব পাচ্ছে ঔপনিবেশিক অপরাধের আনুষ্ঠানিক নথিভুক্তকরণ, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিতের কাঠামো, রিপারেশনের সম্ভাব্য পদ্ধতি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলার উপায়।

Scroll to Top