খাদ্য ও কৃষি সংস্থা (FAO) বাংলাদেশ তার ৮০তম বার্ষিকী এবং দেশের সঙ্গে দীর্ঘ পাঁচ দশকের সফল সহযোগিতা উদযাপন করল রবিবার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-তে। অনুষ্ঠানটি শুরু হয় ‘ইনোভেটর্স ব্রু’ নামে একটি বিশেষ সেশনের মাধ্যমে, যেখানে অংশ নেন যুবক কৃষি উদ্যোক্তারা।

মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (PPC উইং) মোঃ মাহমুদুর রহমান, এবং সেশনটি সভাপতিত্ব করেন FAO বাংলাদেশের প্রতিনিধি জিয়াওকুন শি। FAO-এর উপপ্রতিনিধি ডিয়া সানু প্রধান বক্তৃতা প্রদান করেন।

সংলাপ সেশনে অংশ নেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব, যেমন: এ কে এম সোহেল (অতিরিক্ত সচিব, ERD), জিন পেসমে (ডিভিশন ডিরেক্টর, বিশ্ব ব্যাংক), হাকন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন (নরওয়ের রাষ্ট্রদূত), অ্যান্টোনিও আলেসান্দ্রো (ইতালির রাষ্ট্রদূত), এবং উজমা চৌধুরী (PRAN-RFL গ্রুপ ও মেঘনা ব্যাংক)।

আলোচনায় কৃষি খাতের উন্নয়ন, উদ্ভাবনী প্রযুক্তি এবং বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন উদ্যোগ নিয়ে মতবিনিময় করা হয়। FAO বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতার মাধ্যমে দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী ও টেকসই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।











