বাংলাদেশে সকল ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্ম পালন নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর— এমন মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম। তিনি বলেন, “হিন্দু, মুসলিম, খ্রিষ্টান— এদেশে সব ধর্মের মানুষ মিলেই বাংলাদেশ। এখানে কোনো ভেদাভেদ ছিল না, নেই এবং ভবিষ্যতেও থাকবে না।”

শুক্রবার (২১ নভেম্বর, ২০২৫) সনাতন ধর্মাবলম্বী সচেতন নেত্রিবৃন্দের পরিচিতি সভা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা-১১ আসনে মনোনীত প্রার্থীকে সমর্থন জানাতে আয়োজিত পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।











