December 1, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • জিএমপি’র মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণের আশ্বাস দিলেন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান

জিএমপি’র মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণের আশ্বাস দিলেন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান

Image

মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) সকাল ১১:০০টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর দপ্তরে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)।

সভায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত)। তিনি বিভিন্ন ইউনিটের সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। ব্যক্তিগত ও সমষ্টিগত পর্যায়ের নানা সমস্যা, আবেদন ও প্রস্তাব তুলে ধরেন উপস্থিত পুলিশ সদস্যরা। কমিশনার মহোদয় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।

বক্তব্যে তিনি জিএমপি’র প্রতিটি সদস্যের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর বলে উল্লেখ করেন। পাশাপাশি ফোর্সের কল্যাণের পাশাপাশি জনসেবা নিশ্চিত করাকেও সর্বোচ্চ অগ্রাধিকার দিতে সকলকে নির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদ হোসেন ভূঁইয়া, বিপিএম (বার) এবং অন্যান্য উপ-পুলিশ কমিশনারবৃন্দ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকার বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা ও সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।

Scroll to Top