গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঢাকায় রাষ্ট্রপতি ভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জামিল বিন হাজী বিন ইসমাইল আল বালুশির পরিচয়পত্র গ্রহণ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত রাষ্ট্রপতিকে মহামান্য সুলতান হাইথাম বিন তারিকের শুভেচ্ছা জানান, পাশাপাশি মহামান্যের সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন। মহামান্য বাংলাদেশের জনগণের আরও অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।











