December 1, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • গভীর রাতে গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলা

গভীর রাতে গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলা

Image

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে গ্রামীণ ব্যাংকের মাওনা শাখায় গভীর রাতে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ নভেম্বর, ২০২৫) দিবাগত রাত ২টার দিকে এই ন্যক্কারজনক ঘটনা সংঘটিত হয়। ব্যাংকের নিরাপত্তা প্রহরী জানান, রাত ২টার দিকে ৭-৮ জন ব্যক্তি ব্যাংকের প্রধান ফটক খোলার চেষ্টা করেন।

হঠাৎ বিকট শব্দে তারা দৌড়ে পালিয়ে যায়। এরপর পরপর তিনটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটে। এর মধ্যে একটি বোমা ব্যাংকের সীমানা প্রাচীরের ভেতরে পড়ে এবং ব্যাংকের বাইরের সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে যায়। তবে ভবনের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Scroll to Top