বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি (বেপজা) শ্রীলঙ্কার খ্যাতনামা হিরদারামানি গ্রুপের বাংলাদেশ শাখা হিরদারামানি বাংলাদেশ-এর বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মি. অজিত ডি সিলভাকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছে। প্রায় ২৫ বছর ধরে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে তাঁর অবদান এবং বেপজার সঙ্গে নিবিড় সহযোগিতা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে প্রতিষ্ঠানটি।

বেপজার সদস্য (ইনভেস্টমেন্ট প্রমোশন) মো. আশরাফুল কবির বেপজা পরিবারের পক্ষ থেকে মি. ডি সিলভাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “কেনপার্ক ও রিজেন্সি—এই দুটি প্রতিষ্ঠানকে বাংলাদেশের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক হিসেবে প্রতিষ্ঠিত করতে মি. ডি সিলভার অবদান অনন্য।”
বেপজা হিরদারামানি বাংলাদেশের দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব ও অবদানকে উচ্চ মর্যাদায় মূল্যায়ন করেছে, যা দেশের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) সামগ্রিক বিকাশে বিশেষ ভূমিকা রেখেছে।
উল্লেখ্য, হিরদারামানি বাংলাদেশ ১৯৮৪ সালে চট্টগ্রাম ইপিজেডে রিজেন্সি গার্মেন্টস লিমিটেডের মাধ্যমে কার্যক্রম শুরু করে। কেনপার্ক ও রিজেন্সি বর্তমানে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

নিজের বিদায়ী বক্তব্যে মি. অজিত ডি সিলভা বেপজার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশে আমার দীর্ঘ যাত্রায় বেপজার ধারাবাহিক সহযোগিতা ও সহমর্মিতা আমার কর্মজীবনের সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতাগুলোর একটি।”











