মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মনজুরুল করিম খান চৌধুরীর উপস্থিতিতে মালয়েশিয়ার জহর বারু রাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) স্থানীয় এক হোটেলে আয়োজিত এই সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান প্রক্রিয়া, জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ এবং হাইকমিশনের কনস্যুলার সেবা বিষয়ক নানা দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা আসন্ন নির্বাচনে ভোট প্রদানের পদ্ধতি, জাতীয় পরিচয়পত্র গ্রহণ, এবং হাইকমিশনের সেবাসমূহ নিয়ে হাইকমিশনারের সঙ্গে মতবিনিময় করেন।
সভা শেষে হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী প্রবাসীদের হাতে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ করেন। অনুষ্ঠানে জহর বারু অঞ্চলের উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা, কাউন্সেলর (কনস্যুলার) মো. মোর্শেদ আলমসহ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।











