January 30, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সিইপিএ দ্রুত চূড়ান্ত করার আশা কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সিইপিএ দ্রুত চূড়ান্ত করার আশা কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের

Image

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে Comprehensive Economic Partnership Agreement (CEPA) দ্রুত চূড়ান্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের আগেই এ চুক্তি সম্পন্ন করা সম্ভব হবে।

রবিবার (৯ নভেম্বর, ২০২৫) রাজধানীর একটি হোটেলে কোরিয়ার দূতাবাস ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (BEI) এর আয়োজনে “Geopolitical Challenges and Korea–Bangladesh Comprehensive Partnership in the Era of US Tariffs” শীর্ষক সেমিনারে তিনি বলেন, “সিইপিএ চুক্তি হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ ব্যাপকভাবে বাড়বে। আশা করি খুব শিগগিরই বাংলাদেশের এলডিসি উত্তরণের আগেই সিইপিএ চূড়ান্ত করা সম্ভব হবে।”

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, গত পঞ্চাশ বছরে বাংলাদেশের রফতানি খাত—বিশেষ করে পোশাক শিল্পে—দুই দেশের সহযোগিতা দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, “সিইপিএ আমাদের পরবর্তী ৫০ বছরের অংশীদারিত্বের নতুন ইঞ্জিন হিসেবে কাজ করবে।”

বিইআই–এর সভাপতি, রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সহযোগিতা আরও বিস্তৃত করা সম্ভব—যোগ্যতা বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর, ডিজিটাল অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে। তিনি বলেন, “যত দ্রুত সম্ভব PTA, FTA বা CEPA স্বাক্ষর করলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে।”

তিনি আরও প্রস্তাব করেন যে, দুই দেশই ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জপূর্ণ অঞ্চলে অবস্থান করায় Force and Security Dialogue চালুর মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় উপকারী হতে পারে।

সেমিনারে সাবেক কূটনীতিক ফারুক সাবহান, অর্থনীতিবিদ সেলিম রায়হান এবং মুস্তাফিজুর রহমান বাংলাদেশ–কোরিয়া অর্থনৈতিক অংশীদারিত্বের সম্ভাবনা ও আঞ্চলিক চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।

Scroll to Top