December 1, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • বাংলাদেশ–জাপান বাণিজ্য সম্প্রসারণে বিসিআই–জেট্রোর করণীয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ–জাপান বাণিজ্য সম্প্রসারণে বিসিআই–জেট্রোর করণীয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত

Image

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর আমন্ত্রণে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জনাব কাজুইকি কাতাওকা (Mr. Kazuiki KATAOKA) বিসিআই কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও ব্যবসায়িক আলোচনায় মিলিত হন। সভায় সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।

আলোচনায় বিসিআই-এর পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা, জনাব নাজমুল আনোয়ার, সদস্য জনাব জিয়াউদ্দিন এবং জেট্রো সিনিয়র ডিরেক্টর জনাব শরিফুল আলম উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনায় ছিলেন বিসিআই-এর সেক্রেটারি জেনারেল ড. মোঃ হেলাল উদ্দিন, এনডিসি।

সভায় বাংলাদেশ–জাপান বাণিজ্য সম্পর্ক, শিল্পোন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিসিআই সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) শত ব্যস্ততার মধ্যেও বিসিআই কার্যালয়ে আগমনের জন্য জেট্রো প্রতিনিধিদলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

Scroll to Top