শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুর-১ আসনের কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি জনাব হুমায়ুন কবির খানের নেতৃত্বে কালিয়াকৈর উপজেলায় একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।

র্যালিতে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির খান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এই দিনে। যদি সেদিনের সিপাহী বিপ্লব সংঘটিত না হতো, আজকের দিনে হয়তো বিএনপি নামে কোনো দলই বাংলাদেশে বিদ্যমান হতো না। তাই এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “আগামী দিনের গাজীপুর-১ আসনের নির্বাচনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যিনি ‘ধানের শীষ’ প্রতীকের মাধ্যমে দলকে নেতৃত্ব দিবেন, তার বিজয় নিশ্চিত করার জন্য কালিয়াকৈরের প্রত্যেকটি অঙ্গসংগঠন ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। যারা বিএনপির স্বার্থের বিপরীতে ব্যক্তিগত রাজনীতি করেছে, তাদের হাতে দল কখনো ধানের শীষ তুলে দিবে না।”

হুমায়ুন কবির খান নেতৃবৃন্দ ও কর্মীদের প্রতি অনুরোধ জানান, আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করার পাশাপাশি কালিয়াকৈরের প্রতিটি এলাকায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরণ অব্যাহত রাখতে। তিনি বলেন, “প্রত্যেক মানুষের কাছে যেন তারেক রহমানের কর্মসূচী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে যায়, সেই কাজও আপনারা অব্যাহত রাখবেন।”











