December 1, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১১ থেকে বিএনপির মনোনয়ন পেলেন ড. এম এ কাইয়ুম

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১১ থেকে বিএনপির মনোনয়ন পেলেন ড. এম এ কাইয়ুম

Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে ড. এম এ কাইয়ুমকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিল (আংশিক) নিয়ে গঠিত এ আসনে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করে দলটি।

মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ড. এম এ কাইয়ুম বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ড. এম এ কাইয়ুম বর্তমানে বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, “ঢাকা-১১ আসনের জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমি সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করার অঙ্গীকার করছি।”

বিএনপির মনোনয়ন ঘিরে স্থানীয়ভাবে দলীয় কর্মী-সমর্থকদের মাঝে উৎসাহ তৈরি হয়েছে বলে জানা গেছে।

Scroll to Top