September 18, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • কুমিল্লায় এনআরবি ব্যাংকের আয়োজনে দুই দিন ব্যাপী ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

কুমিল্লায় এনআরবি ব্যাংকের আয়োজনে দুই দিন ব্যাপী ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

Image

ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ বাস্তবায়ন ও বাংলা কিউআর-এর মাধ্যমে লেনদেন সম্প্রসারণের লক্যেরে এনআরবি ব্যাংক পিএলসি. লিড ব্যাংক হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ভিক্টরিয়া কলেজসহ কুমিল্লার বিভিন্ন স্থানে ক্যাশলেস বাংলাদেশ শীর্ষক সেমিনার, ক্যাম্পেইন ও রোডশো’র আয়োজন করেছে। ১০ ও ১১ সেপ্টেম্বর দুই দিন ব্যাপী এই কর্মসূচী বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আক্তার কান্তার সভাপতিত্বে উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব আরিফ হোসেন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব আনোয়ার উদ্দিন।

সর্বসাধারণকে কিউআর কোডের পেমেন্টসহ সব ডিজিটাল লেনদেনের সুফল সম্পর্কে জানাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে গভর্নর মহোদয়ের উদ্ধৃতি দিয়ে বক্তারা বলেন বাংলাদেশের মতো একটি দেশে নগদ অর্থ পরিচালনার ব্যয় ২০,০০০ কোটি টাকার উপরে। উক্ত ব্যয় সাশ্রয় হবে যদি ক্যাশলেস ডিজিটাল ট্রানজেকশনের মাধ্যমে ব্যয় নির্বাহ করা হয়। আগামী দশ বছরে ক্যাশ এ লেনদেন শূন্যের কোটায় আনয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

নগদ অর্থবিহীন অর্থনীতি গতিশীলতা আসবে, অর্থনীতি ব্যবস্থাপনার অনুশাসন নিশ্চিত হবে। সেই সঙ্গে নোট জালকারীদের তৎপরতা কমে যাবে। বিশ্বে অনেক দেশেই তাদের ক্যাশলেস লেনদেন ব্যবস্থায় প্রবেশ করেছে। সেই সঙ্গে নোট জালকারীদের তৎপরতা কমে যাবে। বিশ্বে অনেক দেশই তাদের ক্যাশলেস লেনদেন ব্যবস্থায় প্রবেশ করেছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আক্তার কান্তা, এনআরবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো.শাহীন হাওলাদার, সহকারি কমিশনার (ভূমি) আদর্শ নগর কুমিল্লা তানজিনা জাহান এবং পেমেন্ট সিস্টেম বিভাগের অতিরিক্ত পরিচালক জনাব পারভেজ আনজুম মনিরসহ কুমিল্লা জেলার ৪৫ টি ব্যাংকের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Scroll to Top