September 18, 2025

শিরোনাম

ঢাকায় বিজিএমইএ ও ইউএসটিআর প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

Image

সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) ঢাকার গুলশানের চিফ অব মিশন রেসিডেন্সে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বাধীন ইউএসটিআর (United States Trade Representative) দলের সাথে বৈঠক করেন।

বৈঠকে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে পাল্টা শুল্ক হার কমানো, দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার এবং শ্রম আইন সংস্কারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বিজিএমইএ’র প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রেজওয়ান সেলিম, পরিচালক ফয়সাল সামাদ ও আব্দুস সালাম এবং এফটিএ ও পিটিএ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান লুৎফে এম. আইয়ুব।

অন্যদিকে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন এবং লেবার অ্যাটাশে লীনা খান।

Scroll to Top