September 14, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন সুইস রাষ্ট্রদূত

মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করলেন সুইস রাষ্ট্রদূত

Image

কক্সবাজারে জাতীয় মানবাধিকার কমিশন আইন সংস্কার বিষয়ক এক স্টেকহোল্ডার পরামর্শ সভায় অংশ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত এই পরামর্শ সভাটি সুইজারল্যান্ড ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ-এর যৌথ সহযোগিতায় আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি বলেন, “জাতীয় মানবাধিকার কমিশন আইন সংশোধন কমিশনের স্বাধীনতা, দক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী প্রতিষ্ঠান কেবল নাগরিকদের অধিকার আরও কার্যকরভাবে সুরক্ষা করবে না, বরং আস্থা তৈরি করবে, জবাবদিহিতা বৃদ্ধি করবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক নীতিমালা আরও সুদৃঢ় করবে।”

অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অ্যাডিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

সুইজারল্যান্ড ইউএনডিপি’র সঙ্গে যৌথভাবে বাস্তবায়িত ‘স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস’ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন আইন সংস্কার ও প্রতিষ্ঠানটির স্বাধীনতা, জবাবদিহিতা ও মৌলিক মানবাধিকারের সুরক্ষা জোরদার করতে কাজ করছে।

রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি কক্সবাজারে অবস্থিত দূতাবাসের প্রকল্প অফিসও পরিদর্শন করেন এবং কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

Scroll to Top